call us : 01309134670

EIIN NO: 134670

Login

Announcement ::

Notice

Notice

একাদশ শ্রেণিতে Online ভর্তির নিয়মাবলী :

Notice Date: 2/16/2022 12:00:00 AM

Online ভর্তির নিয়মাবলী :

Online ভর্তির ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের  website: www.rebmsc.edu.bd তে গিয়ে ‘New Admission’ Menu Select করতে হবে। এর পর Details বাটনে ক্লিক করতে হবে। এরপর বিস্তারিত তথ্য পড়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে।

অথবা সরাসরি Apply Now বাটনে ক্লিক করুন।

Step One: এ পর্যায়ে Board Exam Roll দিলে শিক্ষার্থীর নাম দেখাবে অত:পর Mobile Number দিয়ে Submit বাটনে ক্লিক করলে ভর্তি ফি-এর একটি SMS পাবেন (Please Pay:XXXX, BillerID:2188, Student ID:XXXXXXXX Through Rocket Account. Principal, REBGMSC.)

ভর্তি ফি পরিশোধঃ-

Rocket App এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে।

Rocket App Open করুন

১ম ধাপ - Bill Pay অপশনে এ ক্লিক করুন।

২য় ধাপ - ‍Search Biller এ 2188 টাইপ করুন এবং R.E.B Model School & College সিলেক্ট করুন।

৩য় ধাপ - শিক্ষার্থীর StudentID ইনপুট করুন এবং Validate বাটনে ক্লিক করুন। এখন ভর্তি ফি কত হয়েছে বা কত টাকা পরিশোধ করতে হবে সেই পরিমান টাকা দেখা যাবে এরপর okবাটনে ক্লিক করুন। Rocket Account এর Pin দিন এবং Payment সম্পূর্ণ করুন।


আপনার ভর্তি ফি পরিশোধ সফল হলে এ পর্যায়ে আপনি ফি পরিশোধের একটি Transaction ID পাবেন।


Step Two: 

SSC Board Roll এবং Transaction ID ইনপুট দিলে একটি Application Form পাবেন। এ পর্যায়ে একটি ভর্তি ফরম পাওয়া যাবে, ফরমে লাল তারকা (*) চিহ্নিত Field গুলি অবশ্যই পূরণ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করে Next বাটনে Click করলে পূরণকৃত তথ্যগুলি দেখতে পাবেন।

পূরণকৃত তথ্য পুনরায় পর্যবেক্ষণ পূর্বক Next বাটনে Click করতে হবে। কোন সংশোধন থাকলে Edit করে তারপর Next বাটনে Click করতে হবে। এরপর Submit  বাটনে ক্লিক করতে হবে।

Final Submit বাটনে ক্লিক করলে একটি SMS পাবেন। Final Submit  করার পর কোন তথ্য সংশোধন করা যাবে না।


Applicant Copy: Applicant Copy তে ক্লিক করে সেখানে  SSC Board Roll এবং TxnID বসিয়ে Applicant Copy Print করতে পারবেন।

Submit করার পর Applicant Copy প্রিন্ট করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ১৯/০২/২০২২, ২০/০২/২০২২, ২২/০২/২০২২, ২৩/০২/২০২২ ও ২৪/০২/২০২২ তারিখ সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে জমা দিন এবং আপনার ভর্তি নিশ্চিত করুন।

আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে:
১। মূল নম্বরপত্র
২।মূল নম্বরপত্রের ফটোকপি ০২টি
৩। প্রশংসাপত্রের ফটোকপি ০২টি
৪। পাসপোর্ট সাইজের ছবি ০২ কপি
৫। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৬।শিক্ষার্থীর ডিজিটাল জন্মনিবন্ধন এর ফটোকপি।
৭। টিকা কার্ড/ টিকা সনদের ফটোকপি।

Download