call us : 01309134670

EIIN NO: 134670

Login

Announcement ::

Notice

Notice

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

Notice Date: 7/13/2024 12:00:00 AM

Online এ ভর্তি ফরম পূরণের সময় নিম্নলিখিত তথ্য সাথে থাকতে হবে।

১। শিক্ষার্থীর PP Size Photo (Softcopy) (300px × 300px) যা 300kb এর বেশি নয়। 

২। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এর ফটোকপি।

৩। পিতা - মাতার NID এর ফটোকপি ।

৪। এসএসসি বা সমানের পরীক্ষার মার্কশীট-এর ফটোকপি।

৫। ভর্তি ফি এর টাকা।

৬। ভর্তির ফলাফলের সাথে প্রাপ্ত Security Code। 


 বিভিন্ন কোটায় মনোনীত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে মূল কাগজপত্র প্রদর্শন করার পর অনলাইনে আবেদন করতে পারবে।

Online ভর্তির নিয়মাবলী (একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য):

Online ভর্তির ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের  website: www.rebmsc.edu.bd তে গিয়ে ‘XI Admission 2024-25’ Menu Select করতে হবে। এর পর Details বাটনে ক্লিক করতে হবে। এরপর বিস্তারিত তথ্য পড়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে।


Step One: এ পর্যায়ে SSC / Equivalent Board Exam Roll দিলে শিক্ষার্থীর নাম দেখাবে এরপর আপনি যে নম্বরে SMS পেতে চান সেই মোবাইল নম্বরটি লিখুন এবং Submit বাটনে ক্লিক করুন, তাৎক্ষণিকভাবে আপনার মোবাইল নম্বরে ফি পরিশোধের পরিমাণ সংক্রান্ত একটি SMS পাবেন। ফি পরিশোধের পরিমাণ সংক্রান্ত তথ্যটি কম্পিউটার স্ক্রিনেও দেখতে পাবেন।

 

ভর্তি ফি পরিশোধঃ-

রকেট চার্জ ব্যতীত ভর্তি ফি= বিজ্ঞান বিভাগের জন্য ২২৩৭/- মানবিক  বিভাগের জন্য ২০৭৭/- ও ব্যবসায় শিক্ষা  বিভাগের জন্য ১৯৯৭/- টাকা ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং Rocket  এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে এবং প্রতিটি বিভাগ ৬২৫/- অফিসে জমা দিতে হবে।

ফি পরিশোধের ধাপসমূহঃ

উল্লেখ্য শুধুমাত্র রকেট এ্যাপস ব্যবহার করে  বিল পরিশোধ করা যাবে:

রকেট এ্যাপস ব্যবহার করে ফি পরিশোধের জন্য নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করুনঃ

। মোবাইল নম্বর ও পিন নম্বর দিয়ে রকেট এ্যাপসএ লগইন করুন।

২। Bill Pay অপশনে এ ক্লিক করুন।

৩। ‍Search Biller এ 2188 টাইপ করুন এবং R.E.B Model School & College সিলেক্ট করুন।

৪। শিক্ষার্থীর StudentID ইনপুট করুন এবং Validate বাটনে ক্লিক করুন। এখন ভর্তি ফি কত হয়েছে বা কত টাকা পরিশোধ করতে হবে সেই পরিমান টাকা দেখা যাবে এরপর OK বাটনে ক্লিক করুন। Rocket Account এর Pin দিন এবং Payment সম্পূর্ণ করুন।


আপনার ভর্তি ফি পরিশোধ সফল হলে এ পর্যায়ে আপনি ফি পরিশোধের একটি  Transaction ID পাবেন।


Step Two: SSC / Equivalent Roll  ও Transaction ID ইনপুট করুন। এ পর্যায়ে একটি ভর্তি ফরম পাওয়া যাবে, ফরমে লাল তারকা (*) চিহ্নিত Field গুলি অবশ্যই পূরণ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করে Next বাটনে Click করলে পূরণকৃত তথ্যগুলি দেখতে পাবেন। 


পূরণকৃত তথ্য পুনরায় পর্যবেক্ষণ পূর্বক Next বাটনে Click করতে হবে। কোন সংশোধন থাকলে Edit করে তারপর Next বাটনে Click করতে হবে। এরপর Submit  বাটনে ক্লিক করতে হবে। 

Submit  করার পর কোন তথ্য সংশোধন করা যাবে না। 

Submit করার পর Applicant Copy প্রিন্ট করুন এবং প্রতিষ্ঠানের নির্দেশনা মোতাবেক জমা দিন এবং আপনার ভর্তি নিশ্চিত করুন।


Download